রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভুয়া জন্মদিনের কেক কেটে খালেদা জিয়া যে প্রতিহিংসার পরিচয় দিয়েছেন তার জবাব জনগন ২০১৯ সালের নির্বাচনে দিবে।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সুষম উন্নয়ন: উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক এক বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। একই দিনে আবার ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন স্বাধীনতা দিবস উৎযাপন করে না। অথচ যে বয়সে নাতি-নাতনির জন্মদিনের কেক কাটার কথা, সে বয়সে খালেদা জিয়া ঘটা করে ভুয়া জন্মদিন পালন করে। শোক দিবসে এই ঘৃন্য কাজের জন্য ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দেবে।
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মদাব্বের হোসেনের সভাপতিত্বে বার্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook