0

unnamed-331জমিয়তে উলামাযে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মো: ওয়াক্কাস বলেছেন, ধর্মনিরপেক্ষতা মতবাদে কোন মুসলমান বিশ্বাস করতে পারেনা। প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতার শ্লোগান দিয়ে একটি মহল বাংলাদেশের সহজ সরল মানুষকে ধর্মহীন করতে চায়। এসব ধর্মহীন শয়তানী শক্তির মোকাবেলায় জাতিকে হক্কানী উলামাযে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নাস্তিক মুরতাদগোষ্টি সবচাইতে বেশী ইসলামের উপর আঘাত হেনেছে। পুরোদেশটাই আজ কারাগারে পরিনত হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অয়তা হামলা মামলার মাধ্যমে এই অবৈধ সরকার ক্ষমতাকে র্দীঘস্থায়ী করার জন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি মুফতি ইজহারুল ইসলামের মুক্তি দাবি জানিযে বলেন, কারো উপর জুলুম-নির্যাতনের ফলপল শুভ হয়না। আল্লাহর আদালতে সকল জুলুমের শাস্তি পেতেই হবে। তিনি অবিলম্বে ক্ষমতা ছেড়ে তত্তাবধায়ক সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।

তিনি আরো বলেন, এদেশে ইসলামী হুকুমত কাযেমের সংগ্রামে জমিয়তের বিকল্পনেই। তিনি রোববার বিকেলে বিশ্বনাথ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও তারবিয়তী মাহফিলে প্র:ধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীনের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বিশ্বনাথ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নিবার্হী সভাপতি মাওলানা মোস্তফা আজাদ, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, যুগ্ম মহাসচিব সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জমিয়তের প্রবীন নেতা মাওলানা শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী, জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, ইউকে জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদ, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল জলীল ইউসুফী , মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী , সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, জেলা যুব জমিয়তের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, ছাত্র নেতা মাওলানা সায়্যিদ সালিম কাসেমী, চৌধুরী নাসির আহমদ, যুব নেতা শরীফ খালেদ সাইফুল্লাহ, রুহুল আমীন নগরী, সালেহ আহমদ শাহবাগী, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা এরশাদ খান আল হাবিব, হাসান বিন ফাহিম প্রমুখ।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top