0

Ajker-Anonya20150805183601 (1)বিনোদন ডেস্ক : সিজন-১ সফলতার সাথে শেষ করে জিটিভি শুরু করছে ‘কিউট আজকের অনন্যা সিজন-২’। আর এই সিজন-২ উপস্থাপনা করছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা ফারহানা নিশো।   অনুষ্ঠানটি এবার দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে আজকের অনন্যার শততম পর্ব। শততম পর্ব উপলক্ষে এবার পর্বটিকে সাজানো হয়েছে সম্পূর্ণ আলাদাভাবে।   সেই পর্বে যে চার জন নারী অংশগ্রহণ করেছেন তারা শোবিজের অতি পরিচিত মুখ। চার নারী সঙ্গীত শিল্পীদের নিয়ে সাজোনো শততম পর্বে আছেন- শশী, নওরিন, লিজা এবং কর্ণিয়া।    উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় ‘কিউট আজকের অনন্যা’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে। প্রতি পর্বেই বিশেষ কমেডি চরিত্রে পারফর্ম করেন মিরাক্কেল চ্যালেঞ্জার আবু হেনা রনি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top