রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট এর শিশু রাজন এবং খুলনার রাকিব হত্যার পর এবারে বরগুনার তালতলীতে ১১ বছরের রবিউল নামের এক শিশুকে মাছ চুরির অভিযোগে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে রবিউলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ওই এলাকার ফরাজী বাড়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মো: দুলাল মৃধা। রবিউলের পরিবার জানান, সোমবার রাত ৮টার দিকে ঘর থেকে সে বের হয়ে যায়। এরপর আর ঘরে ফিরে আসে নাই। মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজীর মাছের ঘেরে রবিউলের লাশ পরে থাকতে দেখা যায়। তার বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। রবিউলের পরিবার আরও অভিযোগ করেন, একই এলাকার দেলোয়ারের ছেলে মিরাজ জাল পেতে নিয়মিত মাছ শিকার করে। মিরাজের অভিযোগ রবিউল ওই জাল থেকে মাছ চুরি করেছে। এ নিয়ে মিরাজ রবিউল এর বাড়ীতে এসে হত্যার হুমকি দিয়েছিল এবং ঘটনার দিন রাতেও মিরাজ রবিউলকে খোজাখুঁজি করেছে। রবিউলের লাশ পাওয়ার পর অভিযুক্ত মিরাজ আত্মগোপনে পরে। তালতলী থানার পুলিশ বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে মিরাজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। কৃতজ্ঞতায় : বিডি২৪
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook