0

AbdulAli1439457653রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুড়িখাল ব্রিজের নিচে পানির মধ্য থেকে ছুরিটি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার প্রণোজিৎ দাসের তথ্যের ভিত্তিতে তার বাড়ির সামনে বুড়িখাল ব্রিজের নিচ থেকে ছুরিটি উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ডুবুরির মাধ্যমে ছুরিটি উদ্ধার করা হয়। এ সময় এলাকার কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে, দুই দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে প্রনোজিৎ দাসকে আদালতে হাজির করা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে দুই দিনের রিমান্ডে আনা হয়। এছাড়া হত্যা মামলায় গ্রেফতার আঙ্গুর মিয়া তিন দিনের রিমান্ডে রয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে পূর্ব বিরোধের জের ধরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন আবদুল আলী। নিহত আলী একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও সিলেটের দক্ষিণ সুরমার নিজ সিলাম গ্রামের আলকাছ মিয়ার ছেলে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top