0

jjjরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়েরসহ আটক সব নেতাকর্মীর মুক্তি দাবি করে বিএনপি। এছাড়াও জামায়াত নেতাদের সাধারণ মুসল্লী দাবি করে বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, ‌মিথ্যা মামলায় কারান্তরীণ বিরোধী রাজনৈতিক দলের সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বিজ্ঞপ্তিতে বলেন, অবৈধ সরকারের জুলুম নিপীড়ন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। শেষ পর্যন্ত মসজিদ থেকেও বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। যা সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সহমর্মিতার সব পথকে রুদ্ধ করেছে। অবিলম্বে অ্যাডভোকেট জুবায়েরসহ মিথ্যা মামলায় কারান্তরীণ বিএনপি অঙ্গসংগঠন ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর সবুজবাগ জামে মসজিদ থেকে নগর জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মীকে আটক করে শাহপরান থানা পুলিশ। পেন্ডিং মামলায় গ্রেপ্তার দিয়ে শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top