রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা আর শোক প্রকাশের মাধ্যমে সিলেট শোক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের মহানায়কের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (১৫ আগস্ট) সকাল দশটায় জেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে নগরীতে শোক র্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর মহানগর আওয়ামীলীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগ সভাপতি মো: আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় একে একে প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। দিবসটি উপলক্ষে নগরীর বেশ কয়েকটি স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষুশিবিরসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook