0

usha20150702195852রিপোর্টার্স বিডি ডট কম :  চট্টগ্রামে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে চলে বায়েজিদ এলাকার চা বোর্ড সংলগ্ন গ্লোরি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ।  বিক্ষুব্ধ শ্রমিকরা ২ নম্বর গেইট-অক্সিজেন মহাসড়ক অবরোধ করার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষের আশ্বাসে ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়কের অবরোধ তুলে নেয়।  শিল্প পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরিফুর রহমান আরিফ জানান, মে মাসের ওভারটাইম ও তিন বছরের অর্জিত ছুটির টাকা দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে কর্তৃপক্ষ এসে শিগগিরই ওভারটাইম দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top