রিপোর্টার্স বিডি ডট কম : পোশাক শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে ১১ জুলাই পোশাক শিল্প এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি নিয়ম অনুযায়ী শনিবার সকল ব্যাংক বন্ধ থাকে। বিশেষ বিবেচনায় বিজিএমইএর অনুরোধে গতবারের মত এবারও ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল তফসিলি ব্যাংকের নির্বাহী প্রধানদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে অনুরোধ করেছে বিজিএমইএ। এজন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। ছুটির দিন কাজ করার জন্য ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা দেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook