0

index_87171রিপোর্টার্স বিডি ডট কম :  ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে যাওয়ার পথে চলন্ত বাস থেকে মোকলেছুর রহমান নামের(৩০) এক ব্যক্তিকে অপহরণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে তার স্বজনরা।  পরিবার সূত্রে জানা যায়, অপহরনের কিছুক্ষণ পরেই পরিবারের কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন করে। এসময় অপহরণের কথা বলা হয় এবং চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে দুর্বৃত্তরা তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে বলে জানিয়েছে অপহৃত ব্যক্তির পরিবার। অপহৃত ওই ব্যক্তি ঝিনাইদহ জেলার সদর থানার অধিবাসী।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top