0

index_92640রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  শনিবার দুপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে জেলা শহরের মজমপুর গেইট এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে জড়ালে সবুজ (২৫) নামের এক যুবলীগকর্মী ছুরিকাঘাতে নিহত হন। এতে আহত হন অন্তত পাঁচজন।  নিহত সবুজ সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মোবারকের ছেলে।  এ ঘটনায় সবুজের ভাই আরিফ রোববার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  কুষ্টিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবণী খন্দকার জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।  সংঘর্ষের সময় শটগান হাতে এক যুবকের ছবি গণমাধ্যমে এসেছে, যিনি পুলিশের একজন বরখাস্ত এএসআই বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।    পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top