রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : রোববার সকালে ঢাকায় এক আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “এবার আপনি মিথ্যা জন্মদিন পালন করবেন না বলে জাতি মনে করেছিল। কিস্তু গতকাল আমরা দেখলাম যে আপনি ভুয়া জন্মদিন পালন করলেন। একজন পাগল, বিবেকহীন মানুষ ছাড়া কেউ এ ধরনের কাজ করতে পারে না।”১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে একদল সেনাসদস্য। প্রতিবছর দিনটি পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। রাজনৈতিক অঙ্গনে সমালোচনার মধ্যেও ওই দিনটিতে নিজের জন্মদিন পালন করে আসছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, যার একাধিক জন্মদিন ও জন্মসালের হদিস পাওয়া যায়। এবার ১৫ অগাস্টের প্রথম প্রহরে কোনো আনুষ্ঠানিকতা না রাখলেও শনিবার রাতে নিজ হাতে জন্মদিনের কেক কাটেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মায়া বলেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ‘সাহস যোগানোর জন্যই’ বিএনপি নেত্রী ‘ভুয়া জন্মদিন’ পালন করেছেন।“এ কারণেই নেতাকর্মীরা আপনার কাছ থেকে দূরে সরে গেছে। আস্তে আস্তে ইতিহাসের আস্তাকুড় হবে আপনার স্থান।”মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করেন।প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook