রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেটে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। শনিবার ভোরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, জেলা ও পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। এ অনুষ্ঠানকে ঘিরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ ও জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন র্যালিতে নেতৃত্ব দেন। এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সকাল ১১টা থেকে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।এছাড়া, জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ এবং বিকেল ৩টায় কবি নজরুল অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতেও প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।এ উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-কর্মকর্তা-ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সকাল ১১টায় এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook