0

5.-ministerরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত এমপি। তিনি বলেন, পৃথিবীতে বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব ছিল সব সময়। আমরাও দীর্ঘ দিন পর প্রতি বিপ্লবকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠিত করেছি। বর্তমান সরকার জাতির সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরছে। শনিবার দুপুরে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদও বক্তব্য রাখেন। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ ও জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন র‌্যালিতে নেতৃত্ব দেন। এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালিটি রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top