রিপোর্টার্স বিডি ডট কম : মাদারীপুরের কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুইযাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ও নিখোঁজ যাত্রীদের নাম পরিচয় জানা জায়নি। শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের কাঠালবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশের ইনচার্জ আবদুস সাত্তার মিয়া জানান, দুপুর দেড়টার দিকে মাওয়া ঘাট থেকে মাওয়া পাড়ের সুমন মিয়ার মালিকানাধীন একটি স্পিডবোট ১৫ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাটে উদ্দেশ্যে ছেড়ে আসে। স্পিডবোটটি কাঠালবাড়ী ঘাট এলাকায় পৌঁছলে কাওরাকান্দি ঘাট থেকে আসা হামিদুল ইসলামের মালিকানাধীন স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে স্পিডবোটের ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তৎক্ষনাত স্পিডবোট নদীতে ডুবে যায়। এ দুর্ঘটনার পর ২৮ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও স্পিডবোটের অপর ২ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে স্থানীয়রা। তিনি আরো জানান, কাঠালবাড়ী ঘাট এলাকায় তল্লাসি চালিয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত স্পিডবোটটি আটক করেছে। বোটের ইঞ্জিন বর্তমানে পুলিশের হেফাজতে। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook