0

narail madok pic_87287রিপোর্টার্স বিডি ডট কম :  নড়াইলের ১০০ পিস ইয়াবা , ফেন্সিডিল এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ এক  মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃত ব্যাক্তির নাম সুইজার (৩০) সে নড়াইল সদর উপজেলার তুলারামপুরর গ্রামের আজাদ মোল্লার ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  (৩ জুলায়) বিকালে  ডিবি এএসআই আলমগীর  এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ তার বাড়িতে  তল্লাসি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ  আটক করে।পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম  বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top