নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের একজন ব্যর্থ নেত্রী। তার রাজনীতি এখন ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দী। বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য না থাকলে দেশ আরও এগিয়ে যেত।
বিএনপিকে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে এসে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
মন্ত্রী শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের গান্ধাইল ও বাগবাটিতে অনুষ্ঠিত পৃথক দুটি সমাবেশে এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীন গান্ধাইলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি এবং বাগবাটিতে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোহাম্মদ নাসিম।
আব্দুল মোক্তাদির বকুল ও জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ দুটিতে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook