বিনোদন ডেস্ক::
যেহেতু ওমর সানি একজন নায়ক সেহেতু তিনি সব দিকে পারদর্শি এমনটাই তো হওয়া উচিত! অভিনয় করেছেন, নেচেছেন, ফাইটিং করেছেন তবে উপস্থাপনা কী করেছেন এর আগে? নাহ এবারই প্রথম ওমর সানি একজন উপস্থাপক হিসেবে হাজির হবেন।
জানা গেছে, তিনি প্রতিযোগিতামূলক ‘সবজান্তা শমসের’ এর অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা মিলবে। আর এ অনুষ্ঠানে সবজান্তা শমসের হিসেবেই এসেছেন ওমর সানি। পুরো অনুষ্ঠানে ওমর সানি খুঁজে বের করার চেষ্টা করেছেন তার উত্তরসূরি ‘সবজান্তা শমসের’কে। আর এ উপাধি পাবার লড়াইয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন, নীরব, সায়মন, অভিনেত্রী-মডেল মেহজাবীন, হাসিন ও ভাবনা।
‘সবজান্তা শমসের’ অনুষ্ঠানটি ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে।
এ বিষয়ে ওমর সানি জানান, ‘প্রথম্বার এমন একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছি তাই কিছু নার্ভাসনেস ছিল। তবে অনুষ্ঠানের আঙ্গিক-ই আমাকে অল্প সময়ের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এ প্রজন্মের শিল্পীদের সঙ্গে উপস্থাপক হিসেবে কাজ করার অনুভূতি-সত্যিই অসাধারণ। এ অনুষ্ঠানে প্রতিযোগীরা আমার অভিনীত ছবির সঙ্গে অভিনয় করেছেন, নেচেছেন, গান করেছেন। আমি আমার অভিনীত ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook