নিউজ ডেস্ক::
রাজনীতিতে জ্বালাও-পোড়াও নীতির কোনো গ্রহণযোগ্যতা নেই। রাজনীতি আর খাই খাই এক সঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার মন্ত্রী নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ) এর প্রায় ৩ হাজার ১৮৩ জন গ্রামীন গ্রহকের বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করার সময় এ মন্তব্য করেন।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হওয়ায় মন্ত্রী বলেন, আমরা নির্ধারিত সময়ের আগেই মধ্যম আয়ের দেশে রুপান্তর হয়েছি। এর সুফল পেতে হলে রাজনৈতিক পরিবর্তন দরকার। আগে যেভাবে হানাহানি ও মারামারি হয়েছে এটা থেকে সবাইকে দূরে থাকতে হবে। আমাদের সবাইকে পরিকল্পিত রাজনীতি করতে হবে। দেশে যাতে আর হানাহানির রাজনীতি ফিরে না আসে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু আমার এলাকা নয় দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। আমার নির্বাচনী এলাকায় আগামি ছয় মাসের মধ্যে বিদ্যু পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, বিদ্যু সংযোগ নিয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে এ ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook