0

agura+20150703200900রিপোর্টার্স বিডি ডট কম :  গত ব্রাজিল বিশ্বকাপে চোটে জর্জরিত ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। ফলে সেভাবে জ্বলে উঠা হয়নি এ তারকার। এবার কোপা আমেরিকার মঞ্চে ট্রফি জয়ের সেই খিদেটা মিটিয়ে নিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। সেজন্য টপকাতে হবে আর মাত্র একটি বাধা। আর এই বাধা টপকাতে পারলেই কোপার ট্রফি ঘরে তুলবে মেসি-হিগুয়েনরা।জেরার্ডো মার্টিনোর শিষ্যদের কানে এখন একটাই মন্ত্র বাজছে৷ শনিবার রাতে ঘরের ফেভারিট চিলিকে যেভাবেই হোক হারাতে হবে। কোপার মুকুট মাথায় তুলতে পারলে বিশ্বকাপ হাতছাড়া করার হতাশা অনেকাংশেই মিটে যাবে বলে মন্তব্য করেছেন লিওনেস মেসির এই সতীর্থ।জোয়াকিম লো’র জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন অ্যাগুয়েরো। ম্যাঞ্চেস্টার সিটি তারকা বলছেন, ‘আমি সবসময় বলি, বিশ্বকাপে আমি নিজের সেরা ফর্মে ছিলাম না। নাহলে হয়তো ফল অন্যরকম হতেও পারত। এখন আমি ভালো আছি৷ কোপায় নিজের সেরাটা খেলে বিশ্বকাপের ঋণটা শোধ করতে চাই৷ জার্মানির কাছে হারটা সারাজীবন কাঁটার মতো বিঁধবে৷ কোপা জিতলে পারলে ভালো লাগবে।’কোপার ফাইনালে পৌঁছানোর নেপথ্য কারিগর লিয়নেল মেসি একটি মাত্র গোল পেয়েছেন। দলে আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে অ্যাগুয়েরো বলেন, ‘বিপক্ষের দুই-তিনজন ডিফেন্ডার মেসিকে মার্ক করার চেষ্টা চালিয়ে যায়৷ সে কারণেই অন্যরা ফাঁকা জায়গা পেয়ে যায়৷ লিও’র দলে থাকাটা অনেক বড় বিষয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top