নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়ে গেলো। কারণ একই-আদালতে নির্ধারিত দিনে কারাগারে থাকা সকল আসামি ও তাদের আইনজীবীদের অনুপস্থিতি। তবে বৃহস্পতিবারও সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
এবারের পরপর দুদিন সাক্ষ্য গ্রহণের কথা ছিল এই চাঞ্চল্যকর মামলার; কিন্তু প্রথমদিন বুধবার কারাগারে থাকা ১৪ আসামির মধ্যে কেবল হবিগঞ্জের সাময়িক বরখাস্ত পৌর মেয়র জিকে গৌছ সহ ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি ৯ জনের অন্য মামলায় অন্য আদালতে হাজিরা থাকায় এবং কারো কারো অসুস্থতার কারণে তাদের হাজির করা হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের অনুপিস্থিতিতে তাদের আইনজীবীরা উপস্থিত থাকলে সাক্ষ্য গ্রহণের সুযোগ হতো; কিন্তু তারাও অনুপস্থিত ছিলেন।
এ মামলায় সাক্ষী ১৭১ জন। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এবং ২১ অক্টোবর ৩ জন ও ৫ নভেম্বর ২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook