0

-বড়লেখায় ডিআইজি মিজানুর রহমান
বড়লেখা প্রতিনিধি : সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মিজানুর রহমান বলেছেন, দেশে মৌলবাদী গোষ্ঠী আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না।
সোমবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতারের পর কোনো তদবির চলবে না। অপরাধী যেই হোক, হোক সে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা কিংবা পুলিশের কোনো সদস্য, কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বড়লেখায় নানা অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে থানা পুলিশকে এক মাসের প্রিভেনটিভ ওয়ার্কের নির্দেশ দেন।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও পৌর কাউন্সিলর তাজউদ্দিন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top