0

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক সময়ে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির রহস্য শেষপর্যন্ত পুলিশ উদঘাটন করেছে।
শনিবার ফারুক আহমদ নামের চোরকে গ্রেফতারের পর চোরচক্রের সন্ধান ও চুরির অভিনব কৌশল জানতে পেরেছে পুলিশ। এছাড়া তার বাসা থেকে  নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন সময়ে চুরি করা ১৬টি মোবাইল ফোনসেট, ১টি ট্যাব ও স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণালংকার ক্রেতা স্বর্ণ কারিগর সঞ্জয় কর্মকারকে গ্রেফতার করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top