0

Asaduzaman-ripon20150807182443রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  রিপন বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে। নৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় সরকার সীমান্ত হত্যা নিয়েও জোরালো প্রতিবাদ করতে পারছে না।  সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে রিপন বলেন, ওই বৈঠক চলাকালেই নওগাঁ সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন সরকার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। যে কারণে তাদের ভিত্তি দুর্বল। এ জন্যই তারা প্রতিবেশীর কাছে প্রতিবাদও জানাতে পারছে না।  তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ভোগ করে বলে সরকার প্রচার করছে। কিন্তু প্রমাণিত হয়েছে, বিএনপি নয়; আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুদের সম্পত্তি জবরদখল হয়। মানুষ নির্যাতনের শিকার হয়।  সরকারদলীয় সাংসদ কর্তৃক হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভূমি দখলের প্রতিবাদ জানিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদকে ‘ঝেড়ে কাশার’ আহ্বান জানান আসাদুজ্জামান রিপন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top