0

এস এস মিঠু, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে কাজ করতে রাজি না হওয়ায় সাহাদ আলী (১০) নামের এক শিশুর দুচোখের ভ্রু ও মাথার চুল কেটে বিকৃত করে দেয়ায় পুলিশ এক হোটেল মালিক ও এক কর্মচারী এবং এক সেলুন মালিককে আটক করেছে ।
শনিবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজ মসজিদ সংলগ্ন মেগা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সাহাদ আলী আক্কেলপুর তুলসীগঙ্গা নদীর শহর রক্ষা বাঁধের উপরের সাখিদারপাড়া মহল্লার সহর আলীর ছেলে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top