স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৪টায় । ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি।
এর আগে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ দাপটের সাথে জেতা বাংলাদেশ সেমিতে পরোয়া করছেনা আফগানদের। পরিচিত মাঠ, দর্শক, আবহাওয়া সবকিছু কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা ঘরে তুলতে চায় স্বাগতিকরা দলের অধিনায়ক।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অনূর্ধ্ব-১৬ দলের সাথে ভালো চেনাজানা থাকলেও আফগানিস্তান খুব একটা পরিচিত নয় বাংলার কিশোরদের কাছে। এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেটাও আবার সাফ অনূর্ধ্ব-১৬’র দ্বিতীয় আসরে। সেবারের দেখায় ১-০ গোলে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook