0

20.-khaledaরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার ৭০তম জন্মদিনের কেক কাটার আয়োজন চলছে। শনিবার রাত ৮টায় ছাত্রদল আয়োজিত জন্মদিনের এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত থেকে কেক কাটবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। জন্মদিন উপলক্ষে চারটি কেক কাটলেন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে দুইটি (৭০ পাউন্ড করে), ছাত্রদলের পক্ষ থেকে একটি (৭০ পাউন্ড) ও যুবদলের (৭০ কেজি) পক্ষ থেকে একটি কেক কাটা হবে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপি প্রধানের জন্মদিন উদযাপন নিয়ে সমালোচনা রয়েছে বিভিন্ন মহল থেকে। বেগম জিয়া মূলত নব্বই দশকের মাঝামাঝি থেকে এই দিনটিতে ঘটা করে জন্মদিন উদযাপন করে আসছেন। তবে অন্যান্য বছরে সাধারণত প্রথম প্রহরেই কেক কাটা হলেও এবার তার ব্যতিক্রম দেখা গেলো। এদিকে খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শুভেচ্ছা জানাতে ইতোমধ্যে কার্যালয়ে আসতে শুরু করেছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। গুলশান কার্যালয়ও সাজানো হয়েছে বেলুন দিয়ে। করা হয়েছে আলোকসজ্জাও। ইতোমধ্যে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান। বেগম জিয়া রাতে কেন কেক কাটলেন না- এ বিষয়ে জানতে চাইলে শামীমুর রহমান বাংলামেইলকে বলেন, ‘বেগম জিয়া কখনোই ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে তার জন্মদিন উদযাপন করেন না। তিনি মূলত দলের নেতাকর্মীদের সঙ্গেই জন্মদিন উদযাপন করেন। এ কারণেই রাতে তিনি কেক কাটেননি।’ ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা চেয়ে এ মাসেই একটি নালিশি মামলা করা হয় বরিশালে। পরে অবশ্য মামলাটি খারিজ করে দেন আদালত।-বাংলামেইল



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top