0

রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাফন করা হয়েছিল দানের কাপড় দিয়ে। সেদিন তার দাফনে অংশগ্রহণকারী নিজাম উদ্দিনসহ আরও অনেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, ৭৫-এর ১৫ই আগস্ট ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পরদিন ১৬ই আগস্ট দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

এদিন আনুমানিক দুপুর ২টায় সেনা হেফাজতে টুঙ্গিপাড়ায় যাওয়া হেলিকপ্টারটি বঙ্গবন্ধুর বাড়ির পশ্চিম-উত্তর পাশে একটি ফাঁকা জায়গায় অবতরণ করলে রাস্তার দু-পাশে দাঁড়িয়ে থাকা শত শত শিশু-কিশোর ও বৃদ্ধ নারী পুরুষসহ ভক্তরা তাদের প্রাণপ্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখার জন্য এগিয়ে গেলে সেনা সদস্যরা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে না দিয়ে গুলি করে মেরে ফলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সেনা সদস্যরা হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধুর কফিন তড়িঘড়ি করে নামিয়ে সোজা নিয়ে যায় বঙ্গবন্ধুর বাড়িতে। এরপর সেখানে ৫৭০ সাবান, ময়লা পানি দিয়ে গোসল করিয়ে ও রেড ক্রিসেন্ট হাসপাতালে তার দেয়া রিলিপের লাল পাড়ের সাদা কাপড় দিয়ে টুঙ্গিপাড়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৬ই আগস্ট দুপুরে যখন বঙ্গবন্ধুর মরদেহ টুঙ্গিপাড়ায় পৌঁছায় তখন আতঙ্কগ্রস্ত এলাকাবাসী। শেষবারের মতো প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাড়ে ভিড় করেছিল শত শত মানুষ। কিন্তু একমাত্র দাফনে অংশগ্রহণকারী ২৫-৩০ জন মানুষ ছাড়া কাউকে মরদেহ দেখতে দেয়া হয়নি। বিপদগামী সেনা সদস্যদের নির্দেশে স্থানীয় ৫-৭ জন লোক হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধুর মরদেহ নামিয়ে কাঁধে করে নিয়ে যায় তার পৈতৃক বাড়িতে। কফিন খোলার জন্য ডাকা হয় কাঠমিস্ত্রি আইয়ুব আলীকে। রক্তে ভেজা সাদা পাজামা-পাঞ্জাবি পরা কফিনের ভিতরে রক্তাক্ত জাতির জনকের শরীরের বিভিন্ন স্থানে ২১টি বুলেটের চিহ্ন দেখে আঁতকে ওঠেন কাঠমিস্ত্রি আইয়ুব আলী। সেদিনের সে কথা মনে পড়লে আজও তার গা শিউরে উঠে।

দাফনে অংশগ্রহণকারী নিজামউদ্দিন মোল্যা ও কাঠমিস্ত্রি আইয়ুব আলীসহ আরও অনেকে বলেন, দাফনের জন্য প্রথমে সময় দিয়েছিল মাত্র ৫ মিনিট। এরপর ইমাম সাহেবের অনুরোধে আরও ২৫ মিনিট বাড়িয়ে মোট ৩০ মিনিট সময় দেয়। পরে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাঙা বালতিতে করে ময়লা পানি এনে ৫৭০ সাবান দিয়ে বঙ্গবন্ধুকে কোনভাবে গোসল করিয়ে রেড ক্রিসেন্ট হাসপাতালে তার দেয়া রিলিফের কাপড় দিয়ে দাফন সম্পন্ন করা হয়।

 



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top