পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নির্যাতনের শিকার হওয়া ওই তরুণীর গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। সে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছে। এর আগে থেকেই সে রাজধানীর মৌচাকের একটি ছাত্রী হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিল। শাকিল ওরফে শাওন নামে এক যুবকের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। শাকিল ওরফে শাওনের বাড়িও ওই তরুণীর গ্রামেই। পরিচয়ের সূত্র ধরে শাকিল ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার শাকিল ওই তরুণীকে মগবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই হোটেলে আগে থেকেই অবস্থান করছিল নিলয়। পরে তরুণীকে একটি কক্ষে নিয়ে অস্ত্রের মুখে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের শিকার তরুণীর স্বজনরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লেকচার শিট দেয়ার কথা বলে ওই ছাত্রীকে শুক্রবার বিকালে হোটেলটিতে নিয়ে যায়। ওই তরুণীর বরাত দিয়ে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, তরুণী তাদের জানিয়েছে রিকশায় করে শাওন ওরফে শাকিল তাকে মগবাজার এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। ওই হোটেলে লিফট ছিল। তবে আবাসিক হোটেলটির নাম জানাতে পারেনি সে। ওসি জানান, তারা দুই ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি হোটেলটি চিহ্নিত করারও চেষ্টা করছেন। পুলিশ জানায়, দুই ধর্ষকদের মধ্যে তার বন্ধু শাওন ওরফে শাকিল তেজগাঁও কলেজের ছাত্র। তার গ্রামের বাড়িও জামালপুরের সরিষাবাড়ীতে। এছাড়া নিলয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook