0

শ্রীকান্ত পাল, জকিগঞ্জ : একাত্তরে পাকিস্তানি হানাদার সেনা ও রাজাকারদের হাতে নির্যাতিত জকিগঞ্জের এসনু বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রথম দফায় দেশের ৪১ বীরাঙ্গনাকে মৃুক্তিযোদ্ধার মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করে। এতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের এসনু বেগমের নামও হয়েছে।
মোট ৩টি তালিকার প্রথম তালিকার ষষ্ঠ স্থানেই মুক্তিযোদ্ধা এসনু বেগমের রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top