0

BCB-Logo20150701183244রিপোর্টার্স বিডি ডট কম :  মাশরাফিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে।  বিসিবির ঘোষিত তালিকা থেকে জানা যায়, নতুন মুখ হিসেবে টি-২০ ম্যাচে জায়গা পেয়েছেন জুবায়ের হোসেন লিখন, বহুদিন পর টি-২০তে ডাক পেয়েছেন সোহাগ গাজী। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।  সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হবে ৫ জুলাই। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ৭ জুলাই। দুটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।  বাংলাদেশ টি২০ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান,  তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাসির হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী ও মুস্তাফিজুর রহমান।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top