রিপোর্টার্স বিডি ডট কম : আইটেম গান ‘ম্যাজিক মামনি’ দিয়ে রীতিমত তোলপাড় করেছেন মাহিয়া মাহি। ইউটিউবে দেশের সর্বাধিক দর্শকপ্রিয় ভিডিও এটিই। সেই সাফল্যের পর এবার প্রকাশ করা হল ‘বানজারা’ গানটির ভিডিও। এটিও কলকাতার এসকে মভিজ ও বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার অগ্নি-২ ছবির গান। মঙ্গলবার ইউটিউবে গানটি আপলোডের পর এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি দর্শক সেটি দেখেছেন। মনোরম সব লোকেশনে মোহাম্মদ ইরফানের কণ্ঠে গাওয়া এই গানটিতে অংশ নিয়েছেন মাহি ও তার নায়ক কলকাতার ওম। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রবেশ করছেন মাহিয়া মাহী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাদের টার্গেট বলিউডে প্রবেশ করা। তাই ছবিটি শুধু কলকাতায় নয়, মুম্বাইতেও মুক্তি দেয়া হবে। পুরো ভারতে আমাদের টার্গেট ৭০০ হল। আর বাংলাদেশ মিলিয়ে ৮০০ হল। গেল বছর মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির সিক্যুয়েল হচ্ছে ‘অগ্নি-২’। প্রথমবার একক প্রযোজনায় হলেও এবার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী, অমিত হাসান ও টাইগার রবি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook