রিপোর্টার্স বিডি ডট কম : আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে শুক্রবার ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। তাই বুধবার অনুশীলনে ব্যস্ত থাকার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এই দিন কোনো অনুশীলন না করে শুটিং করে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল স্পন্সর মোবাইল ফোন কোম্পানি রবি। তাদের বানিজ্যিক প্রচারণায় যুক্ত হচ্ছেন ক্রিকেটাররা। তাই বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে হল বিজ্ঞাপনচিত্রের শুটিং। ভোর থেকেই শুরু হয় শুটিংয়ের কার্যক্রম। সকাল দশটাে দিকে বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটাররা অংশ নেন এ শুটিংয়ে। শুটিংয়ের সময় বিভিন্ন রকম ভাবে উপস্থিত হন ক্রিকেটাররা। নানা রকম দৃশ্য ধারণ করা হয় ক্যামেরায়। হালের নতুন তারকা মুস্তাফিজকেও দেখা যায় শুটিংয়ে। বল হাতে দৌড়ে আসছেন। আবার ব্যাট করছেন মুশফিকরা। কখনো বা জোট বেঁধে দৌড়ে আসছেন। তবে শুটিংয়ে শুধু ক্রিকেটাররাই নন, বাঘের সাজে দর্শকসারিতে থাকা শোয়েবও ছিলেন চিরাচরিত রূপে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook