0

mojahid-vai_63982_87170রিপোর্টার্স বিডি ডট কম :   বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নির্বাচন কবে হবে এটা নিয়ে জল্পনা-কল্পনার ঝড় উঠানো হচ্ছে। কিন্তু কবে নির্বাচন হবে এ প্রশ্নের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের ধরন কি হবে?  বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মুক্তিভবনে সিপিবি ঢাকা কমিটি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।  টাকা, শক্তি, প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিকৃত করার সুযোগ রেখে নির্বাচন দেয়া হলে তা প্রহসনেই পরিণত হবে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top