0

shibir pic_87136রিপোর্টার্স বিডি ডট কম : ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ছাত্রসমাজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়েছে। দলীয় ও সরকারি মদদে ছাত্রদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, বেহায়াপনা, জবর দখল ও অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হচ্ছে। আর দুঃখজনক ভাবে ছাত্রদের একটি অংশ স্বার্থান্বেষী মহলের ফাঁদে পা দিয়ে যাচ্ছে। ফলে তারা নিজেদের ভবিষ্যৎ যেমন ধ্বংস করছে তেমনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অন্য ছাত্রদের আত্মগঠনেও। তাদের অপকর্মের কারণেই ছাত্রদের কপালে আজ চাঁদাবাজ, মাদকসেবী, ধর্ষণকারী ও বিভিন্ন কলঙ্কের তিলক লেগেছে।বৃহস্পতিবার ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি বলেন, ছাত্রশিবির ছাত্রসমাজকে অশুভ হাতছানি থেকে রক্ষা করে আলোর পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী প্রজন্মকে রক্ষা রকতে হলে কুরআনের আলোকে তাদের আলোকিত করার কোন বিকল্প নেই। এই জন্য ছাত্রশিবিরের প্রতিটি নেতার্মীকে ছাত্রসমাজের হৃদয়ে জায়গা করে নিতে হবে। আর ছাত্রসমাজের হৃদয়ে জায়গা করে নিতে হলে নিজেদের সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলতে হবে। ছাত্রদের যে কোন সমস্যায় সহযোগির ভূমিকা পালন করতে হবে। বিপদ আপদে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।
জেলা সভাপতি আব্দুর রব ফারুকীর পরিচালনায় ও সেক্রেটারি আমজাদ হোসাইন রুমনের ব্যবস্থাপনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এম এইচ সোহেল ও কুমিল্লা মহানগর সভাপতি মু. শাহ্ আলম।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top