রিপোর্টার্স বিডি ডট কম : ঈদে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি ছবি ‘বিন রয়ে’। আর এই ছবি দিয়েই প্রথমবারের মতো বড়ো পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে পাকিস্তানি গ্ল্যামার কন্যা মাহিরা খানের। আসছে রোজা ঈদেই এশিয়া মিডিয়ার দুই শক্তি বিফরইউ ও হাম নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় সারা বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। হাম নেটওয়ার্কের স্বত্তাধিকারী দুরাইদ কোরেশি বলেন, ‘পাকিস্তানের বিনোদনজগতকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।’রোমান্টিক ঘরনার এই ছবিতে আরো কাজ করেছেন জেবা বখতিয়ার, জাভেদ শেখ এবং জুনায়েদ খান। ছবিটির পরিচালনায় রয়েছেন রয়েছেন মমিনা দুরাইদ।আগামী ১৮ জুলাই যৌথ প্রযোজানায় ছবিটি সারা বিশ্বে মুক্তি দেয়া হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook