নিউজ ডেস্ক :: নগরীর টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গুরুতর আহত হয়েছেন। আহত জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।
মঙ্গলবার বিকেল ৪ টায় টিলাগড় আজমীর রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় জাকারিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন। ছাত্রলীগের আভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বিকেল চারটার দিকে জাকারিয়া টিলাগড়স্থ আজমির রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করেই কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু বলেন, আমাদের কোন গ্রুপ নেই। তবে জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এমনটি ঘটেছে। আমরা বিষয়টা সমাধান করে দিচ্ছি।
উল্লেখ্য, জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং টিলাগড় ছাত্রলীগ গ্রুপের সাথে রাজনীতিতে সক্রিয় আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook