0

south afiricapic_92512south afiricapic_92512স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা  সিরিজের প্রথমেই ৬ উইকেটে জিতলো।  নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টি ২০ ম্যাচে এ জয় পেলো  প্রোটিয়ারা । হাশিম আমলা ও রিলি রোসোউর ব্যাটিংয়ে  ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এ জয়ে ২ ম্যাচ টোয়েন্টি ২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।  ডারবানে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল প্রোটিয়ারা । খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড। মার্টিন গুপটিল ও কেন উইলিয়ামসন সমান ৪২ রান করে করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন রাবাডা, ওয়েসে ও ফাঙ্গিসো।  জবাবে সহজেই লক্ষ্য টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান করতে সমর্থ হয়েছে প্রোটিয়ারা। হাশিম আমলা ৪৮, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৩৩ ও রোসোউ ৩৮ রান করেছেন।  সংক্ষিপ্ত স্কোর  নিউজিল্যান্ড : ১৫১/৮ (ওভার ২০)  দক্ষিণ আফ্রিকা : ১৫২/৪ (ওভার ১৭.৫)  ফল : ৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা  ম্যাচসেরা : ফাঙ্গিসো


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top