ছাতক উপজেলার চেয়ারম্যান অলিউর রহমান চৌধরী বকুল বলেছেন, মানবজাতি একা চলতে পারেনা। তাই দেশের উন্নয়নও একা কারো পক্ষে সম্ভব নয়, সবাই ঐক্য বদ্ধভাবে কাজ করলে উন্নয়ন করা সম্ভব। গতকাল রোববার দক্ষিণ ছাতকের উন্নয়ন পরিষদের কার্যবাহী কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি রাহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ন-আহবাহক কামাল হোসেনের পরিচালরনায় প্রধান অতিথি বকুল বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে পাশে থাকার অঙ্গিকার করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সিলেট এর সম্মানিত উপদেষ্ঠা এড.রাজ উদ্দিন , সম্মানিত উপদেষ্ঠা সদস্য সায়েস্তা মিয়া স্থানীয় পরিষদের সদস্য এড.আলা উদ্দিন ,মানিক মিয়া ,সাবেক সভাপতি স্থানীয় পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সাবেক সধারণ সম্পাদক স্থানীয় পরিষদের সদস্য এস এম আজাদ,বারিন্দ্র দাশ, সমাজ সেবক বদরুল আমিন সোহাগ, স্থানীয় পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম,আজিজুর রহমান,সহ-সভাপতি এস এম সেফুল,শাকিল আহমদ, সহ- সাধারণসম্পাদক নজির আহমদ,লাহিন,সাংগঠনিক সম্পাদক আকাশ আহমদ,ইকবাল হোসেন,বাবুল আহমদ, সংগঠনের অন্যতম সদস্য শহ্ মওদুদ আহমদ,সুমন আহমদ তালুকদার,মোদাবের আলী বাপ্পী, সাঈদ হক সাঈদ, এস এম শাকি,সাজ্জাদুল হাসান রিমন, আহমেদ পাপ্লু,ইকবাল হোসেন, মিনার উদ্দিন প্রমুখ।বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook