সিলেট সরকারী বাণিজ্যিক মহাবিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রভাষক আবু সায়েখ আশিকুর রহমান ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে উক্ত শিক্ষকের প্রদত্যাগের দাবীতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজ রবিবার সকাল ৯.৩০ মিনিট কলেজের সমনে মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজ প্রঙ্গানে বিক্ষোভ করতে লাগলে সকাল ১১ টা দিকে কলেজর অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার সাধারণ শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করেন বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের।
শিক্ষার্থীরা দাবী করেন কলেজের প্রভাষক আবু সায়েখ আশিকুর রহমান কলেজে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় বলেন, যারা পাপ করে তাহারা নামাজ পড়ে, ছাত্রীরা হিজাব পড়লে তা না পড়ে কলেজে আসার জন্য বলেন, কোন শিক্ষার্থী নামাজ পড়তে চাইলে তাকে নামাজ পড়–তে বাধা প্রদান করেন, তিনি কি ভাবে বিয়ে করলেন তাহার বউ কি করেন, তিনি কতটুকু সুন্দরী সেই সব কথা বলতে বলতে ক্লাসের সময় শেষ হয়ে যায় আমাদের আর অর্থনীতি পড়া হয় না। শিক্ষার্থীরা আরো বলেন তাহার কথা মত শিক্ষার্থীরা না চলে থাকে কলেজ থেকে বের করে দেন কলেজের অধ্যক্ষকে বার বার বলার পরও তিনি সেই শিক্ষকের বিরুদ্ধে কোন কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করেন নি।
সিলেট সরকারী মহাবাণিজ্যিক বিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার জানান বিষয়টি কলেজের শিক্ষক আবু সায়েখ আশিকুর রহমান ও শিক্ষর্থীদের মধ্যে একটু বুল বুঝাবুঝি হয়ে ছিল যা শিক্ষক ও শিক্ষার্থীরা বসে মিমাংশার পথে।-বিজ্ঞপ্তি
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook