স্পোর্টস ডেস্ক : আগের দুটি আসরেই সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলকে। এবার সেই ফাঁড়া কাটাতে মরিয়া জিলানীর শিষ্যরা। স্বাগতিক হওয়ায় কাল রবিবারের সেমি ফাইনালে আত্মবিশ্বাসটাই প্রেরণা দিচ্ছে বাংলাদেশকে। জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেছেন, ‘খেলাটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। এখানকার মানুষ ফুটবলপ্রেমী। সেটাই ইতিবাচক আমাদের জন্য। প্রথম ম্যাচ ও দ্বিতীয় ম্যাচে জয় লাভ করেছি। আশা করছি এবার সেমিফাইনালেও জয় হবে।’ শিষ্যদের নিয়ে তিনি বলেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। তারা ভালো খেলছে। গত খেলায় যেসব ভুল ছিল আগামী ম্যাচে সেগুলো শুধরে নিতে চাইব।’ একই কথা বলেন দলটির অধিনায়ক শাওন হোসেন। বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই। আমাদের লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা। আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন লক্ষ্য ফাইনাল।’ রবিববার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এ ছাড়া একই দিন সন্ধ্যায় ‘এ’ গ্রুপ রানার্স আপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপাল। সেমিফাইনালের দুটি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook