0

1.-mujibরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কাঁদলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পরমাণু শক্তি কমিশনে আয়োজিত দোয়া অনুষ্ঠান ও অালোচনা সভায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বিজ্ঞানীরা অশ্রুসজল নয়নে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজেদের স্মৃতিচারণ করেন। পরমাণু শক্তি কমিশনের ভৌত বিজ্ঞানের সদস্য মাহমুদুল হাসান বলেন, ‘আমি জামালের (শেখ জামাল) সহপাঠী ছিলাম। একদিন খেলতে গিয়ে জামালদের বাসায় আমি ব্যথা পাই। চাচা (বঙ্গবন্ধু) সেদিন আমায় অনেক আদর করেছিলেন। বঙ্গবন্ধুর কথা ভুলবার নয়।’ এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে কেঁদে ওঠেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানও। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। যতোদিন এই পৃথিবী থাকবে, ততোদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু বরাবরই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন চেয়েছেন। তারই ফলশ্রুতিতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ আজ দ্বারপ্রান্তে।’ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক। অনুষ্ঠানে পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। কৃতজ্ঞতায় : বাংলানিউজ



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top