রিপোর্টার্স বিডি ডট কম : অপসংস্কৃতির সয়লাব থেকে বেরিয়ে আসতে সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়েছেন কবি আল মাহমুদ। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত অনলাইন ভিত্তিক জাতীয় শিশুশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘সসাস সেরা শিশুকণ্ঠ ২০১৫’ এর গ্রান্ড ফিনালে তিনি এসব কথা বলেন। আল মাহমুদ বলেন, অপসংস্কৃতির সয়লাবের কারণে আজ যুব ও ছাত্রসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। এখান থেকে বেরিয়ে আসতে আমাদেরকে স্স্থু সংস্কৃতির চর্চা করতে হবে। সসাসের নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে এবং সহকারী নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মতিউর রহমান, বিশিষ্ট গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসেন খান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি (ভারপ্রাপ্ত) কবি আসাদ বিন হাফিজ, কবি সোলায়মান আহসান, কিশোর কণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খান, আবৃত্তিকার-উপস্থাপক শরীফ বায়জীদ মাহমুদ, নাট্যকার শাহ আলম নূর, সসাস এর সাবেক নির্বাহী পরিচালক শাহাদাতুল্লাহ টুটুল, আলমগীর হোসাইন প্রমুখ। ফাইনাল রাউন্ডে ১ম স্থান অধিকারী সাবা তাসনুবাকে বিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ, ২য় স্থান অধিকারী মফিজুল হাসান ইমনকে পনের হাজার টাকা, ক্রেস্ট ও সনদ, ৩য় স্থান অধিকারী নূরুল ইসলাম স্বাধীনকে দশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদেরকে পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook