0

geyl20150701133937রিপোর্টার্স বিডি ডট কম :  ক্যারিবীয়ান লিগে আবারো ব্যাট হাতে ঝড় তুললেন ক্রিস গেইল। আর এ ঝড়ে গেইলের জ্যামাইকা টাওয়ালসের কাছে হার মানলো আফ্রিদির এসটি কিটস অ্যান্ড নেবিস প্যাট্রিস।   মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে আফ্রিদিরা ১৬০ রান সংগ্রহ করে। প্যাট্রিসের হয়ে মার্টিন গাবটিল ৪৯ বলে দলীয় সর্বোচ্চ ৫৩ রান করেন। আফ্রিদি অবশ্য বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগ পাননি। ৭ রানেই আপরাজিত ছিলেন তিনি।   জ্যামাইকা টাওয়ালসের হয়ে ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। আগের ম্যাচে ৩৬ বলে ৯০ রানে অপরাজিত থাকা গেইল এবারও ৭২ রানে অপরাজিত ছিলেন। ৫৪ বল মোকাবেলা করে এ ইনিংস সাজান গেইল।  ৬টি চার ও ২টি ছয়ের মার রয়েছে তার এ অপরাজিত ইনিংসে। ১৯ ওভার ১ বল মোকাবেলা করেই সাত উইকেটে দলকে ফের জয় এনে দেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।  -


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top