রিপোর্টার্স বিডি ডট কম : আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার না করলে দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউনুছ আহমাদ বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে সরকার নিজেদের উপর দায়িত্ব তুলে নিয়েছে এবং তাকে সংসদ সদস্য পদে বহাল রাখায় সরকারের চালাকি জাতি বুঝতে পেরেছে। অবিলম্বে তার জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। অন্যথায় ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় মুসলমানরা রমজান মাসেও কঠোর আন্দোলন গড়ে তোলবে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার ও আলহাজ্ব আবদুর রহমান প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook