0

kamal1435833474_1885রিপোর্টার্স বিডি ডট কম : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬-২০ দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় তিনি এ পরামর্শ দেন। মুস্তফা কামাল বলেন, ‘সামাজিক অবক্ষয় রোধ করতে ফেসবুক ও টুইটার বন্ধ করতে হবে। চীনে ফেসবুক নাই।’  বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে যাওয়া। কিন্তু ছয় বছর আগে সে লক্ষ্যে পৌঁছে গেছি।’  পরিকল্পনামন্ত্রী বলেন, এটি একটি বিরাট সফলতা। এ জন্য দেশের সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top