0
r_5836_1901রিপোর্টার্স বিডি ডট কম :  ফেসবুকে বসে কিছুক্ষণ পরপরই এই নামটি সার্চ করতে থাকি। অনেকগুলো পেজ আসে কিন্তু তোমার আইডি আমার নাগালের বাইরে। আমি জানি হয়তো কোনদিনই তোমার ব্লকলিস্টের বাইরে আসতে পারব না। তবুও নামটি লিখি ছোট একটু আশা নিয়ে। প্রতিদিনই তোমার বন্ধ নম্বরগুলোতে কয়েকশত বার কল করি। আমি এটাও জানি নম্বরগুলো কখনই আর সক্রিয় হবে না, বন্ধ সংযোগ গুলো ভেদ করে কলটাও তোমার কাছে পৌঁছাবে না। তবুও কল করি, খুঁজি, সারাজীবন খুঁজেই যাব কিন্তু পাব না! অবাক লাগে সবকিছু! তুমি আমার সুন্দর জীবনটাতে শক্তিশালী সিডর হয়ে এসে শুধু ধবংসাবশেষটুকুই রেখে গেলে, যা নিয়ে শুধু ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে হবে কারণ এই জীবনে তুমিই আমার সব, আমার আর কিছুই নেই। তোমাকে ভোলা হ্যাপির পক্ষে কোন কালেই সম্ভব না। আমি যে সত্যিই তোমাকে ভালবেসেছি, তাহলে ভুলব কী করে! খুব জানতে ইচ্ছে হয় আমাকে কষ্টে রেখে তুমি আসলে বেশি সুখী?  চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি এভাবেই রুবেলের প্রতি তার ভালবাসার কথা প্রকাশ করেছেন তার ফেসবুক  অ্যাকাউন্টে।  চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি আর তারকা ক্রিকেটার রুবেলকে নিয়ে প্রেমের নদীর পানি কম দূর গড়ায়নি। সেই পানিতে হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত প্রেমের সম্পর্কটির এক তথৈবচ অবস্থার রূপ লাভ করেছে। তবে প্রেম বা ভালোবাসা সেতো স্বর্গ থেকে আসে আর জীবনে অমর হয়ে রয়। সেই কথারই যেন প্রমাণ মিলল হ্যাপির নতুন পোস্ট করা একটি ভিডিওতে।বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাপির (http://ift.tt/1CfmJi7) ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ভিডিওটি প্রায় ৯ হাজার বার দেখা হয়ে যায়। নিজের ও রুবেলের ছবি আর মনভোলানো সুরের মূর্চ্ছনা সৃষ্টি ভিডিওটিতে প্রকাশ পায় রুবেলের প্রতি হ্যাপির ভালোবাসার নানা উক্তি।‘আই অ্যাম নাথিং উইদাউট ইউ, সামার স্কাই’ শিরোনামের আবেগঘন ভিডিওটি পোস্ট করতে গিয়ে হ্যাপি লিখেন, ‘তোমার জন্য ভিডিওটি বানালাম রুবেল, অনেক সময় নিয়ে। জানিনা কেমন হয়েছে।’এর পর ভিডিওতে হ্যাপি-রুবেলের নানা ভঙ্গিমার ছবির ফাঁকে ফাঁকে ভেসে উঠে রুবেলের প্রতি হ্যাপির ভালোবাসার না বলা নানান উক্তি।প্রথমেই যে লিখা ভেসে উঠে তা হলো- আই লাভ ইউ রুবেল। এরপর একে একে প্রকাশ পায় – অ্যান্ড সি ইজ ট্রু লাভ, মাই ওয়ার্ল্ড রুবেল, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, দ্য স্টোরি অব লাভ।রুবেলের প্রতি ভিডিওতে শেষ যে উক্তিটি ভেসে উঠে তা হলো- আই অ্যাম নাথিং উইদাউট ইউ, রুবেল লাভ ইউ মোর দেন মাই লাইফ।

 


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top