0

images-1রিপোর্টার্স বিডি ডট কম :   ভিসি বিরোধী আন্দোলনের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছেন। বুধবার তাদের এ অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। আধাঘণ্টা অবস্থান শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়।  ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ফোরামের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ বলে একটি সূত্র জানায়।  ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় ভিসি ভবনের সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পরে আন্দোলনরত শিক্ষকদের পাশ্ববর্তী এলাকায় তারা অবস্থান করে।  এদিকে, ভিসি ভবনের সামনে দশম দিনের মত অবস্থান করছে আন্দোলনরত শিক্ষকরা। আর এর পাশ্ববর্তী এলাকায় দ্বিতীয় দিনের মত অবস্থান করে শাবি শাখা ছাত্রলীগ।  বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বজায় রাখতে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা।  এদিকে শাবি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া দুপুরের দিকে ক্যাম্পাসে এসে বিভিন্ন একাডেমিক বিল্ডিং পরিদর্শন করেন। সেই সাথে সকল বিভাগের কাস-পরীক্ষা সঠিক ভাবে পরিচালনার জন্য  অনুষদের ডিনদের সাথে দেখা করেন। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসকাব পরিদর্শন করেন এবং নতুন কমিটিকে স্বাগত জানান।  ভিসি আমিনুল হকের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম। পরে ভিসির প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি পদ থেকে লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল সহ আরো ৩৪ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন।  তবে গত ২৩ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে ভিসি দুই মাসের ছুটিতে গেলে তাদের আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়ে। গ্রীষ্মের ছুটি শেষে গত ১৮ জুন আবার আন্দোলন শুরু করেন এ ফোরামের শিক্ষকরা।  এরপর গত ২২ জুন ভিসি তার অফিসে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top