0

2015-06-30-192(1)রিপোর্টার্স বিডি ডট কম : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩০ জুন মঙ্গলবার জিও, এনজিও, এলাকার রাজনীতিবিদ, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আসিফ বিন ইকরাম ২ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আল-আমীন চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা প্রকৌশলী আবুল মনজের মো: মতি উল্লাহ্, বাহাড়া ইউ/পি চেয়ারম্যান মো: জাকির হোসেন, শাল্লা ইউ/পি চেয়ারম্যান মো: আবুল লেইছ চৌধুরী, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সভাপতি কৃষ্ণধন বৈষ্ণব, শাল্লা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পি.সি দাস (পীযুষ), শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায় ও যুগ্ম সম্পাদক সুব্রত কুমার দাস, শাল্লা উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক দিলোয়ার হোসেন দিলু প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top