0

rifatনিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্রীকে লাঞ্ছনাকারী সেই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া রিফাত আদনান পাপন শাবির ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও লাঞ্ছনার শিকার ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গল্প করছিলেন। এ সময় হঠাৎ করে পাপন সেখানে এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। অশ্লীল কটূক্তির পাশাপাশি একপর্যায়ে রিফাত পায়ের জুতা খুলে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করে।

একই সূত্র জানায়, মারধর শুরু করলে ছাত্রীটি ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের মানুষ এবং ওই ছাত্রীর বন্ধুরা এসে তাকে উদ্ধার করেন। মানুষের উপস্থিতি টের পেয়ে রিফাত দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এরপর ওই ছাত্রী বিষয়টি তার বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হককে মৌখিকভাবে জানান। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে অবহিত করেন।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ওই ছাত্রের বিরুদ্ধে নির্যাতিত ছাত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। যে কারণে নিরাপত্তার খাতিরে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়।

এর আগেও বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে দু’বার বহিষ্কৃত হয় পাপন।

উল্লেখ্য, মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রী লাঞ্ছনার কথা স্বীকার করে পাপন দাবি করেন, তার সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top